ডেটলাইন বাঁকুড়াঃ বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডলের উদ্যোগে পাত্রসায়ের ব্লককে নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে সচেতনার বার্তা নিয়ে সাইকেল মিছিল বের করা হয়। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ের ব্লক অনেক দিক থেকেই পিছিয়ে। তাই এবার এই ব্লককে সবদিক থেকে পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার বার্তা নিয়েই এই সাইকেল মিছিলের আয়োজন বলে জানান মহকুমা শাসক। সাধারন মানুষকে উৎসাহ দিতে তিনি নিজেও ছাত্রছাত্রীদের সঙ্গে সাইকেলে চেপে মিছিলে অংশ নেন। বিডিও অফিসের সামনে মিশন নির্মল বাংলা ব্লক গড়ার শপথ নিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং সকল স্তরের সাধারন মানুষ জন। এছাড়াও ছিলেন ব্লক প্রশাসন ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। বিষ্ণুপুরের মহকুমা প্রশাসনের ডেপুটি মেজিস্ট্রেট দুই মিনিটের একটি শপথ বাক্য পাঠ করান সকলকে। এই শপথ বাক্যের বিষয় বস্তু ছিল নির্মল বাংলা গড়া ও সমাজকে সুস্থ রাখা। শপথ বাক্যের পর পাত্রসায়ের ব্লক থেকে পাত্রসায়ের গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














