ডেটলাইন পূর্ব বর্ধমানঃ প্রকাশ্য দিবালোকে হাতে বন্দুক নিয়ে পালসিট বাজারে তোলাবাজি করছিল এক যুবক। বাজারের ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের কাছে টাকা চাইছিল সে। ব্যবসায়ীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশ দেখে সে প্রথমে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশকে লক্ষ্য করে ঐ দুষ্কৃতী বোমা ছোঁড়ে। বোমার আঘাতে আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মী এবং স্থানীয় এক ব্যক্তি। শেষ পর্যন্ত ঐ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রবি সিংয়ের বাড়ি দুর্গাপুরের অন্ডালে। পালসিট বাজারের কাছে সে তার মামাবাড়িতে থাকে। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি,তোলাবাজিসহ একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পালসিট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।