ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ চলে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা(৬৬)। কপিলদেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারত প্রথমবার ক্রিকেটের বিশ্বকাপ জয় করেছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন যশপাল শর্মা। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ১৯৫৪ সালের আগস্টে মাসে পাঞ্জাবের লুধিয়ানায় তাঁর জন্ম। ১৯৭৮ থেকে ১৯৮৫ পর্যন্ত একটানা সাত বছর ভারতীয় দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৯ সালে তাঁর টেস্টে অভিষেক হয়। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচ খেলে দুটি শতরান, ন’টি অর্ধ শতরান করেছেন যশপাল। টেস্ট ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ১৬০৬ রান। তার মধ্যে সর্বোচ্চ রান ১৪০। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭৮ সালে একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হওয়ার পর মোট ৪২টি একদিনের ম্যাচ খেলে ৮৮৩ রান করেছেন,যার মধ্যে আছে চারটি অর্ধশতরান এবং সর্বোচ্চ রান ৮৯। কপিলদেব সহ প্রাক্তন ও বর্তমানকালের বহু ক্রিকেটার যশপালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...