মেমারী স্টেশনে সেলফির বলি এক কিশোর

0
935

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ দেশ বিদেশে ইতিমধ্যেই সেলফির নেশা বহু প্রাণ কেড়ে নিয়েছে। সেই তালিকায় রয়েছে আমাদের রাজ্যও। কিন্তু তাতেও যে হুঁশ ফেরেনি, তার আরও একবার প্রমাণ মিলল পূর্ব বর্ধমানের মেমারী স্টেশনের ঘটনায়। মৃত কিশোরের নাম শুক বাহার শেখ(১৭)। বাড়ি মন্তেস্বরের গাঙুরিয়া গ্রামে। জানা গেছে,মেমারী স্টেশনের ফুটওভার ব্রীজে তিন বন্ধু মিলে মোবাইলে সেলফি তুলছিল। শুকবাহার ফুটওভার ব্রীজের গার্ডওয়ালের উপর বসে সেলফি তুলতে গিয়ে পা হড়কে ১ নম্বর প্লাটফর্মের নীচে ট্যাপকলের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে এলাকার লোকজনেরা মেমারী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। পুলিশ এবং তার পরিবারসূত্রে জানা গেছে,শুক বাহার গুজরাটের রাজকোটে সোনার দোকানে কাজ করে। কয়েক মাস আগে সে বাড়ি ফিরেছে। কদিন পরেই ঈদ। সেই পরব উপলক্ষ্যে আজই রাজকোট থেকে তার তিন বন্ধুর আসার কথা। তাদের আনার জন্যই সে গ্রামের দুই বন্ধু জসীম ও লালবাবু শেখকে নিয়ে মেমারী স্টেশনে এসেছিল। ট্রেন আসতে দেরী আছে দেখে বন্ধুদের নিয়ে রেলের ফুট ওভারব্রীজে সেলফি তুলতে মাতে শুকদেব। সেলফির নেশা যে অল্পবয়সীদের মধ্যে ‘মারণনেশায়’ পরিণত হয়েছে, এই ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here