ডেটলাইন পূর্ব বর্ধমানঃ দেশ বিদেশে ইতিমধ্যেই সেলফির নেশা বহু প্রাণ কেড়ে নিয়েছে। সেই তালিকায় রয়েছে আমাদের রাজ্যও। কিন্তু তাতেও যে হুঁশ ফেরেনি, তার আরও একবার প্রমাণ মিলল পূর্ব বর্ধমানের মেমারী স্টেশনের ঘটনায়। মৃত কিশোরের নাম শুক বাহার শেখ(১৭)। বাড়ি মন্তেস্বরের গাঙুরিয়া গ্রামে। জানা গেছে,মেমারী স্টেশনের ফুটওভার ব্রীজে তিন বন্ধু মিলে মোবাইলে সেলফি তুলছিল। শুকবাহার ফুটওভার ব্রীজের গার্ডওয়ালের উপর বসে সেলফি তুলতে গিয়ে পা হড়কে ১ নম্বর প্লাটফর্মের নীচে ট্যাপকলের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে এলাকার লোকজনেরা মেমারী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। পুলিশ এবং তার পরিবারসূত্রে জানা গেছে,শুক বাহার গুজরাটের রাজকোটে সোনার দোকানে কাজ করে। কয়েক মাস আগে সে বাড়ি ফিরেছে। কদিন পরেই ঈদ। সেই পরব উপলক্ষ্যে আজই রাজকোট থেকে তার তিন বন্ধুর আসার কথা। তাদের আনার জন্যই সে গ্রামের দুই বন্ধু জসীম ও লালবাবু শেখকে নিয়ে মেমারী স্টেশনে এসেছিল। ট্রেন আসতে দেরী আছে দেখে বন্ধুদের নিয়ে রেলের ফুট ওভারব্রীজে সেলফি তুলতে মাতে শুকদেব। সেলফির নেশা যে অল্পবয়সীদের মধ্যে ‘মারণনেশায়’ পরিণত হয়েছে, এই ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...