বেড়াতে গিয়ে জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু

0
881

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ বর্ষার জন্য এই মূহুর্তে নদ ও নদীর পার থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু তার মধ্যেই চোরা পথে প্রশাসনের নজর এড়িয়ে অবৈজ্ঞানিক ও বেআইনি ভাবে মেশিন দিয়ে দামোদর গর্ভ থেকে বালি তোলার কাজ চলছে বলে অভিযোগ। এর ফলে দামোদরের বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে। সেই সব গর্তে বর্ষায় জল জমে যাওয়ায় জলের গভীরতা বোঝার উপায় থাকে। দামোদরের গর্ভে তৈরী হওয়া সেই রকম মরণকূপে আটকে গিয়েই মৃত্যু হয়েছে দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম ছোট্টু তুরি(১৪) ও ভিকি শেখ(১৪)। তারা দুজনেই নবম শ্রেণীর ছাত্র। বাড়ি বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। তাদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরের দিকে তারা মোট  ১১ জন বন্ধু মিলে দামোদরের রথতলার চরমানায় বেড়াতে যায়। সেখানে তারা উৎসাহিত হয়ে জলে নেমে পড়েছিল। হঠাৎই তারা বুঝতে পারে জলের গভীরতা অনেকটাই। কোন রকমে ৯ জন জল থেকে উঠে এলেও বাকি দুজন আর উঠতে পারেনি। প্রথমে বিষয়টি জানতেই পারেনি তাদের বাড়ির লোকেরা। কারন বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু  বলে নি বন্ধুরা। কিন্তু রাত হয়ে গেলেও ঐ দুই ছাত্র ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজ করতে গিয়ে বন্ধুদের কাছে ঘটনার খবর জানতে পারে। তারা জানায়  ছোট্টু ও ভিকি জলে তলিয়ে গেছে। এরপরই প্রতিবেশীরা চরমানায় নৌকা নিয়ে তাদের সন্ধানে নামে। শেষ পর্যন্ত দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here