ডেটলাইন পূর্ব বর্ধমানঃ বর্ষার জন্য এই মূহুর্তে নদ ও নদীর পার থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু তার মধ্যেই চোরা পথে প্রশাসনের নজর এড়িয়ে অবৈজ্ঞানিক ও বেআইনি ভাবে মেশিন দিয়ে দামোদর গর্ভ থেকে বালি তোলার কাজ চলছে বলে অভিযোগ। এর ফলে দামোদরের বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে। সেই সব গর্তে বর্ষায় জল জমে যাওয়ায় জলের গভীরতা বোঝার উপায় থাকে। দামোদরের গর্ভে তৈরী হওয়া সেই রকম মরণকূপে আটকে গিয়েই মৃত্যু হয়েছে দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম ছোট্টু তুরি(১৪) ও ভিকি শেখ(১৪)। তারা দুজনেই নবম শ্রেণীর ছাত্র। বাড়ি বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। তাদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরের দিকে তারা মোট ১১ জন বন্ধু মিলে দামোদরের রথতলার চরমানায় বেড়াতে যায়। সেখানে তারা উৎসাহিত হয়ে জলে নেমে পড়েছিল। হঠাৎই তারা বুঝতে পারে জলের গভীরতা অনেকটাই। কোন রকমে ৯ জন জল থেকে উঠে এলেও বাকি দুজন আর উঠতে পারেনি। প্রথমে বিষয়টি জানতেই পারেনি তাদের বাড়ির লোকেরা। কারন বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলে নি বন্ধুরা। কিন্তু রাত হয়ে গেলেও ঐ দুই ছাত্র ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজ করতে গিয়ে বন্ধুদের কাছে ঘটনার খবর জানতে পারে। তারা জানায় ছোট্টু ও ভিকি জলে তলিয়ে গেছে। এরপরই প্রতিবেশীরা চরমানায় নৌকা নিয়ে তাদের সন্ধানে নামে। শেষ পর্যন্ত দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...