ডেটলাইন কলকাতাঃ এবছর মাধ্যমিক পরীক্ষা কোনভাবে শেষ করা গেলেও হটাৎ করোনা মহামারির প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা। ভয়াবহ করোনা আবহের কারনে সেই মার্চ মাস থেকে রাজ্যে স্কুল-কলেজ বন্ধ। কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। বিগত আট মাস ধরেই এমনই পরিস্থিতি চলছে। এবার ২০২১ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষারও সময় হয়ে আসছে। কিন্তু স্কুল না খোলায় সিলেবাস শেষ করা যায়নি। এক শ্রেণীর পড়ুয়ারা তাও অনলাইনে পড়াশোনা চালিয়ে গেলেও আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু ছাত্রছাত্রী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সেই সমস্যা সমাধান করতে এগিয়ে এলো রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন যে রাজ্য সরকার বিনামূল্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেবে। এর ফলে তারা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ৫-৬ মাস ভালোভাবে ক্লাস করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, “করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে স্কুল কলেজের ছেলে মেয়েরা খুবই সমস্যায় পড়েছে। তারা ঠিকমতো অনলাইনে ক্লাস করতে পারছে না। রাজ্য সরকার সব সময় রাজ্যের ভবিষ্যৎ স্কুল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ায়। তার জন্যই এর আগে ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের সবুজ সাথী সাইকেল দিয়েছিল রাজ্য সরকার। এছাড়াও ক্লাস ফাইভ থেকে সমস্ত তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও ক্লাস এইট থেকে বিশ্ববিদ্যালয় অব্দি কন্যাশ্রীর টাকা পায় ছাত্রীরা। কিন্তু অনলাইনে পড়াশোনার জন্য অনেকের কাছেই ভাল মোবাইল বা ট্যাব নেই। তাই সরকার ঠিক করেছে, দ্বাদশ শ্রেণিতে পাঠরত রাজ্যের সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ট্যাব দেবে সরকার। রাজ্যে ১৪ হাজার স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসার পড়ুয়ারা এই সুবিধা পাবে।” স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীরা।