ডেটলাইন বাংলা,দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক গুরুত্বপূর্ণ থানা হল কোক ওভেন। বৃহৎ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার কাজে সর্বদাই ব্যস্ত থাকতে হয় এই থানার পুলিশকর্মী ও আধিকারিকদের। এছাড়াও একাধিক সামাজিক কর্মসূচীও পালন করে থাকে এই থানা। ফলে,প্রতিনিয়ত সাধারন মানুষ নানা কাজে এই থানায় আসা যাওয়া করেন। দীর্ঘকালের থানা ভবনটির তাই সংস্কারের প্রয়োজন ছিল। এরমধ্যেই সুনীল কুমার চৌধুরী আসানসোল দুর্গাপুর কমিশনারেটের নতুন কমিশনার পদে আসার পর তিনি বিভিন্ন থানা ও ফাঁড়ি পরিদর্শনে বের হয়েছেন। বুধবার কোকওভেন থানা পরিদর্শনে আসেন কমিশনার সুনীল কুমার চৌধুরী। তার আগমন উপলক্ষ্যে গোটা কোকওভেন থানা ভবনকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। পুলিশ কমিশনারকে এখানে অভ্যর্থনা জানান ডিসিপি,পূর্ব কুমার গৌতম এবং এসিপি তথাগত পান্ডে সহ অন্য আধিকারিকরা। এদিন এলাকার দুজন প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার তুলে দিলেন সিপি সুনীল কুমার চৌধুরী। গোলাপ দিয়ে তাঁকে সম্বর্ধনা জানান প্রতিবন্ধী কিশোরেরা। এরপর থানা ভবনের নতুন রুপ ঘুরে দেখেন কমিশনার। থানার ভেতরে একটি সবুজে ঘেরা বাহারি টবের বাগান করা হয়েছে যেখানে সাধারণ মানুষ বসতে পারবেন। এটির উদ্বোধন করেন কমিশনার। এছাড়াও থানা চত্বরের মধ্যে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা নতুন কক্ষ তৈরী করে সাজানো হয়েছে। নতুন রুপে সাজানো কোক ওভেন থানা পরিদর্শন করার পর এই সুন্দর পরিবেশের প্রশংসা করেন কমিশনার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার জানান, নতুন থানা এবং নতুন ফাঁড়ি নিয়ে বেশ কিছু প্রস্তাব এসেছে। সেগুলি বিবেচনা করা হবে। এছাড়াও তিনি জানান,খুব শীঘ্রই কিছু কনস্টেবল নিয়োগ করার পরিকল্পনাও রয়েছে। কোকওভেন থানা নতুন ভাবে সাজিয়ে তোলার বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক জানান, এলাকার বেশ কিছু ব্যবসায়ী ও শিল্পপতি তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। মূলত তাদেরই আর্থিক সহযোগিতায় কোকওভেন থানাকে নতুন রুপে সাজিয়ে তোলা সম্ভব হয়েছে।
Latest article
অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
ডেটলাইন দুর্গাপুর,১৮ জুলাই: অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এখানে তিনি বলেন, “তৃণমূল নিজের স্বার্থে বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে...
৪ মহিলা সহ ৫ গাঁজা পাচারকারী কোক ওভেন পুলিশের জালে
ডেটলাইন দুর্গাপুর: আগেও একাধিকবার গাঁজা পাচারকারীদের ধরেছে কোক ওভেন থানা পুলিশ। তবে এবার চারজন মহিলা সহ আন্ত: রাজ্য গাঁজা পাচার চক্রের মোট...
সারা বিশ্বে মহরমের দিন থেকেই ইসলামিক নববর্ষ শুরু হয়
ডেটলাইন ডেস্ক,৬ জুলাইঃ বিশ্ব জুড়ে বেশ ধূমধাম করেই পালিত হয় ইংরাজী নববর্ষ ১ লা জানুয়ারী। এই নববর্ষ উদযাপনের সাথে সকলেই পরিচিত। এছাড়াও...