অসমে ৪০ লাখ বাঙালির নাম বাদ,উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

0
933

ডেটলাইন কলকাতাঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়ায় ৪০ লাখ বাঙালির নাম বাদ পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কেন্দ্রকে তুলোধনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,ভোটের অঙ্ক কষেই অসমে বাঙালি খেদানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেছেন,অসমে বাঙালিরা আক্রান্ত হলে বাংলার উপর চাপ পড়বে। তাই এনআরসি নিয়ে কেন্দ্রের আগে বাংলার সঙ্গে কথা বলা উচিত ছিল। উল্লেখ্য,সোমবার অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। নাম তোলার জন্য ৩ কোটি ২৯ লাখ আবেদন জমা পড়ে। দু-দফায় খসড়া নাগরিক পঞ্জিতে ২ কোটি ৯০ লাখ নাম উঠেছে। বাদ পড়েছে ৪০ লাখ বাঙালির নাম। তার পর থেকেই তোলপাড় দেশের রাজনৈতিক মহল। নবান্নে সাংবাদিক বৈঠক করে অসম ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে বাঙালিদের টার্গেট করা হচ্ছে। সেকারণেই একাধিক উপযুক্ত এবং বৈধ নাগরিকত্বের প্রমাণ দেওয়ার পরেও শুধুমাত্র বাঙালি পদবি দেখেই তাঁদের নাম নাগরিক পঞ্জীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক বাঙালি ব্যক্তির নাম এবং নথি বের করে তাঁর প্রমাণ দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ রাজনৈতিক কারণেই এগুলি করছে বিজেপি। মুখে বলছে শীর্ষ আদালতের নজরদারিতে এনআরসি তালিকা করেছে। আসলে এনআরসি তৈরি করেছে মোদি সরকারই। এই ইস্যুতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here