লটারির বদলে মেধার ভিত্তিতেই স্কুলে ভর্তি

0
815
Students of Government High School Hallomajra in Chandigarh on Monday, July 27 2015. Express photo by Gurjant Pannu

ডেটলাইন কলকাতাঃ পশ্চিমবঙ্গের শিক্ষার মান আরও উন্নত করার উপর বিশেষ জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই এবার প্রাথমিক স্তরে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কমিটির রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন ক্লাস থেকে পাস ফেল প্রথা চালু করা হবে। সরকারের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষার মান ফেরাতে চায় রাজ্য সরকার। সেকারণে পাশ ফেলের নিয়ম ফিরিয়ে আনার পাশাপাশি এবার সরকারি স্কুলের ভর্তির প্রক্রিয়াতেও পরিবর্তন আনার চিন্তা ভাবনা শুরু করেছে সরকার। এখন প্রাথমিক স্তরের সরকারি স্কুলগুলিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এই প্রক্রিয়ায় ভর্তিতে স্কুলের মান পড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সেকারণেই এবার লটারি তুলে দিয়ে আগের মতো মেধার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চালু করার ভাবছে রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here