ডেটলাইন বর্ধমানঃ রাজ্যের মধ্যে বর্ধমানেই প্রথম নির্মাণ হতে চলেছে স্টেট ক্যানসার হাসপাতাল। এটি তৈরী হবে বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে। ৪০ কোটি টাকা ব্যয়ে জি প্লাস এইট অত্যাধুনিক বিল্ডিং তৈরী করা হবে এই ক্যানসার হাসপাতালের জন্য। এখানে ক্যানসার রোগীরা সব ধরনের আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে একেবারে বিনামূল্যে। একই ছাদের তলায় থাকবে ভিভি আর মেশিন,সিটি স্ক্যান, ডিজিটাল এমআরআই ও এক্সরে, রেডিও থেরাপি, কেমোথেরাপি সহ ক্যানসার রোগের চিকিৎসার জন্য সব আধুনিক ব্যবস্থা। এটি চালু হয়ে গেলে দুই বর্ধমান জেলা সহ গোটা দক্ষিণবঙ্গের ক্যানসার রোগীদের আর চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ছুটতে হবে না। আজ বর্ধমানে সাংবাদিকদের এই খবর দেন বিশিষ্ট চিকিৎসক ও বিধায়ক নির্মল মাজি। তিনি জানান দ্রুত হাসপাতাল ভবন তৈরীর কাজ শুরু হবে।