বন মহোৎসব সপ্তাহে দুর্গাপুরে ২ লক্ষ চারাগাছ বিলি করা হবে

0
1426

ডেটলাইন দুর্গাপুরঃ পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রতি বছরই পালন করা হয় বন মহোৎসব। এবছরও ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা রাজ্যে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচী। অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকেও চলছে এই উপলক্ষ্যে বৃক্ষ রোপনসহ অন্যান্য কর্মসূচী। এদিন দুর্গাপুর – ফরিদপুর ব্লকের উদ্যোগে লাউদোহার গোগলা পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল বন মহোৎসব। স্কুল পড়ুয়াদের প্রভাতফেরি ও আদিবাসী নৃত্যের মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় একটি প্রাথমিক স্কুল চত্বরে ও নদীর পাড়ে বন মহোৎসব উপলক্ষ্যে  পাঁচশো চারা গাছ লাগানো হয়। বৃক্ষ রোপন করেন বিডিও শুভ সিংহরায়, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি চুমকি মুখোপাধ্যায়, মহকুমা বনাধিকারিক মৃণালকান্তি মণ্ডল,পুলিশ আধিকারিক অনির্বাণ বসু প্রমূখ ।বিডিও জানান, এ বার এই ব্লকে এক লক্ষ পঁচানব্বই হাজার চারাগাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দুর্গাপুরের বনাধিকারিক মিলনকান্তি মন্ডল বলেন, বন মহোৎসব সপ্তাহে দুর্গাপুরে মোট ২ লক্ষ চারাগাছ বিলি করা হবে। এছাড়াও ২০১৮-২০১৯ আর্থিক বছরে মোট সাড়ে তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here