তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল

0
2470

ডেটলাইন দুর্গাপুরঃ  দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পেল তৃণমূল। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জেলা আইএনটিটিইউসির সভাপতি হিসেবে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন। আইএনটিটিইউসির এই জেলা কমিটির চেয়ারম্যান হয়েছেন ভি শিবদাসন। প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই এই কমিটি গঠন নিয়ে টালবাহানা চলছিল। সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়েও চলছিল নানা জল্পনা। একাধিক নেতার নামও শোনা গিয়েছিল। অবশেষে সেই জটিলতার অবসান ঘটিয়ে জেলা আইএনটিটিইউসির সভাপতি হলেন কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। বিধায়ক হওয়ার পর এই পদটিও তাঁর রাজনৈতিক জীবনে এক বড় প্রাপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here