ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পেল তৃণমূল। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জেলা আইএনটিটিইউসির সভাপতি হিসেবে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন। আইএনটিটিইউসির এই জেলা কমিটির চেয়ারম্যান হয়েছেন ভি শিবদাসন। প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই এই কমিটি গঠন নিয়ে টালবাহানা চলছিল। সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়েও চলছিল নানা জল্পনা। একাধিক নেতার নামও শোনা গিয়েছিল। অবশেষে সেই জটিলতার অবসান ঘটিয়ে জেলা আইএনটিটিইউসির সভাপতি হলেন কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। বিধায়ক হওয়ার পর এই পদটিও তাঁর রাজনৈতিক জীবনে এক বড় প্রাপ্তি।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...