বিশ্বকাপে জাপানই প্রথম ‘ফেয়ার প্লে’র গুণে দ্বিতীয় রাউন্ডে উঠল

0
915

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ ড্র করলেই শেষ ষোলোয় নিশ্চিত ছিল জাপান। কিন্তু পোল্যান্ডের কাছে পরাজিত হতেই তারা হতাশায় ভেঙে পড়ে। কারণ এই গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে সেনেগালও হেরে যাওয়ায় জাপান এবং সেনেগালের পয়েন্ট সমান হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ফিফার তরফে জানানো হয় সেনেগাল নয় জাপানই ‘ফেয়ার প্লে’ নিয়মে দ্বিতীয় রাউন্ডে গেল। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। তিন ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্ট ৬। গ্রুপ এইচ এ একটি করে ম্যাচ জিতে এবং ড্র করে সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান। দু দলেরই পয়েন্ট ৪। ফলে জাপান এবং সেনেগালের গোল ব্যবধান, পক্ষে গোল, মুখোমুখি লড়াইয়েও সমতা থাকায় শেষ পর্যন্ত ‘ফেয়ার প্লে’-র হিসেবে নক আউটের টিকিট পেল জাপান। তিন ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখেছে জাপান। দুটি হলুদ কার্ড বেশি দেখেছে সেনেগাল। আর তাই হলুদ কার্ড বেশি দেখায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল সেনেগাল। সেনেগালই প্রথম ফিফা ফেয়ার প্লে নিয়মের বলি হল। আর এই নিয়মের দৌলতেই এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের নক আউট পর্বে উঠল জাপান। এর আগে ২০০২ এবং ২০১০ সালেও শেষ ষোলোয় উঠেছিল জাপানিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here