ডেটলাইন বীরভূমঃ এবছর বক্রেশ্বর তাপ বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভম রায় ৬৮০ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান পেয়েছে। মেধা তালিকায় ছেলের নাম রয়েছে শুনে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তায় গোটা পরিবার। কারন,দশম হওয়া শুভম রায়ের বাবা পরিমল রায়ের আয় বলতে সিউরির সাজানো পল্লীর লটারির দোকান। টিকিট বিক্রি করেই ছেলেকে পড়াশোনা করিয়েছেন। কিন্তু কখনও ভাবতে পারেননি ছেলে রাজ্যের মধ্যে দশম স্থানে থাকবে। তাই খবরটা শুনে বিশ্বাসই করতে পারেননি তিনি। পরে সত্যি জেনে চোখে জল ধরে রাখতে পারেনি। এই সাফল্যের পিছনে তার পরিবার যেমন আছে, তেমনি আছে তার শিক্ষক। আগামী দিনে ডাক্তার হতে চায় শুভম। সমাজের দুঃস্থদের চিকিৎসা করিয়ে সুস্থ করাই তার লক্ষ্য । কিন্তু বাবা সামান্য একটা লটারির দোকান চালিয়ে তার সংসার চালাতে হিমশিম খেতে হয় । তারপর ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন তার কাছে অলীক কল্পনা। তাই ছেলের এই ডাক্তারি হওয়ার স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্ন । যদি কোন সংস্থা বা সরকারি সাহায্য মেলে তাহলেই একমাত্র স্বপ্ন সফল হতে পারে বলে আশা পরিমলবাবুর। তবে হাল ছাড়তে নারাজ শুভম। সে তাঁর লক্ষ্যে এগিয়ে যেতে চায়।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...