ডেটলাইন কলকাতাঃ ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বেশ কিছুদিন ধরেই বাস ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন রাজ্যের বেসরকারী বাসের মালিকরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি না মানা হলে ৭ জুন থেকে বাস ধর্মঘটের হুমকিও দিয়েছিলেন বাসমালিক সংগঠনগুলি। এই পরিস্থিতিতে বাসমালিকদের দাবি মেনে এদিন নবান্নে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ আলোচনার পর প্রতি ধাপে এক টাকা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেন পরিবহনমন্ত্রী। তবে শুধু বাসভাড়াই নয়, একইসঙ্গে ট্যাক্সি ও লঞ্চের ভাড়াও বাড়ছে। উল্লেখ্য, রাজ্যে শেষ বাসভাড়া বেড়েছিল ২০১৪ সালে। চার বছর পর ফের বাড়ল বাসভাড়া। তবে বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,‘ডিজেলের দাম কমলে ভাড়া কমানো হবে।’ তিনি আরও জানিয়েছেন,বাসভাড়া ঠিক করতে একটি কমিটিও গঠন করা হবে। তবে ঠিক কবে থেকে এই নতুন ভাড়া কার্যকরী হবে তা স্পষ্ট করেননি পরিবহণমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন ভাড়ার তালিকা শীঘ্রই জানানো হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...