ডেটলাইন পূর্ব বর্ধমানঃ গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমানের একটি বেসরকারী নার্সিংহোমে। পরিবারের অভিযোগ প্রসূতীকে চিকিৎসাই করা হয়নি। পরে জানানো হয় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। তপন মণ্ডল নামে এক চিকিৎসক ও কয়েকজন নার্সের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন পরিবারের লোকজনেরা। তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বোরহাট এলাকার বাসিন্দা পিঙ্কি সাহার পরিবার। তাদের অভিযোগ, প্রসব বেদনা নিয়ে মহাজনটুলি এলাকার একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পিঙ্কিদেবী। পরিবারের অভিযোগ, ২৪ ঘন্টা কেটে গেলেও কর্তব্যরত চিকিৎসক তপন মণ্ডল প্রসবের জন্য কোন উদ্যোগ নেন নি। গতকাল সন্ধ্যায় প্রসব বেদনা বাড়লে নার্সিংহোমের চিকিৎসক জানান পেটের মধ্যে বাচ্ছাটি মারা গেছে। এরপরই নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন পিঙ্কির পরিবার।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...