ঐতিহাসিক আফগান টেস্টে খেলতে পারছে না বাংলার ঋদ্ধি

0
805

ডেটলাইন স্পোর্টসঃ ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে কাবুলিওয়ালার দেশ আফগানিস্তান। ১৪ জুন বেঙ্গালুরুতে আফগানিস্তান তাদের অভিষেক টেস্ট খেলবে ভারতের বিরুদ্ধে। কিন্তু সেই ঐতিহাসিক টেস্টে খেলতে পারছেন না বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ইডেনে আইপিএল-এর প্লে-অফ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। সেকারনে ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠেও নামতে পারেননি বাংলার এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চিকিৎসকদের অধীন রয়েছেন তিনি। আঙুলের চোট সারতে এখনও ৬-৭ সপ্তাহ লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবার ইংল্যান্ড খেলতে আসছে ভারতে। তার জন্যই ঋদ্ধিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। ঋদ্ধির পরিবর্তে দলে নেওয়া হয়েছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে। বলা যায় ঋদ্ধির সৌজন্যেই দীর্ঘ ৮ বছর পর দীনেশ ভারতীয় দলে ফিরলেন। সদ্য সমাপ্ত আইপিএলে কেকেআরের হয়ে বেশ ভাল পারফরমেন্স করেছেন কার্তিক। ১৬ ম্যাচে ৪৯৮ রান করেন নাইট অধিনায়ক। উইকেটের পিছনেও ভালো পারফরমেন্স তাঁর। সেকারনেই নির্বাচকরা তাকেই রশিদ খানের দেশের বিরুদ্ধে দলে নিয়েছেন। এবারের আইপিএলে বোলিং ব্যাটিং ও ফিল্ডিংয়ে দারুন নজর কেড়েছেন ‘আফগান বয়’ রশিদ খান। তাই ভারতের বিরুদ্ধে তাঁর দেশের অভিষেক টেস্ট আরও আকর্ষনীয় হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here