এবার এক সপ্তাহ ধরে চলবে প্রজাতন্ত্র দিবস

0
522

ডেটলাইন দুর্গাপুরঃ সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৭৩ তম সাধারনতন্ত্র দিবস। দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও ট্যাবলোর শোভাযাত্রার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক শেখরকুমার চৌধুরী। ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পূর্ব) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং অন্য আধিকারিকরা। এখানে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রদর্শন ছিল। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রসঙ্গত, এবছর ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষ্যে সারা দেশে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে এবারের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপন প্রতি বছর ২৩ থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত এক সপ্তাহ ধরে হবে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে অর্থাৎ ২৩ জানুয়ারী শুরু হয়ে শেষ হবে ৩০ জানুয়ারী শহীদ দিবসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here