ডেটলাইন কলকাতাঃ মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করা হয়। আসন্ন বিধানসভার উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি শুরু হয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে এই বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত পড়ে শোনান। সরকারের তরফে জানানো হয়েছে প্রতি পুজো কমিটিকে এবারও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। কোনও পুজো কমিটির দমকল লাইসেন্স ও বিদ্যুৎ লাইসেন্স লাগবে না। বিদ্যুৎ খরচের ওপর ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি পুজোর বিদ্যুতের বিলে ৫০ শতাংশ মুকুব করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগের বছরের মতো কোভিড বিধি মেনেই পুজো করতে হবে। ক্লাব চত্বর স্যানিটাইজ করতে হবে। সরকার রয়েছে, নিশ্চিন্তে পুজো করুন। রাজ্যে ৩৬ হাজার ক্লাব রয়েছে। কলকাতায় আড়াই হাজার ক্লাবে পুজো হবে।’ এরই সঙ্গে সবাইকে বেশি মাস্ক ব্যবহার করার কথাও বলা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। তবে এবার পুজো কার্নিভাল হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও মুখ্যসচিব ঘোষণা করেছেন।