পদক না পেলেও ইতিহাস গড়েছে ভারতের মহিলা হকি দল

0
734

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবারের টোকিও অলিম্পিকস ভারতীয় হকির পুণর্জন্ম দিয়েছে বলা যায়। কারন টানা চার দশক পর হকিতে পদক জিতেছে ভারতীয় পুরুষ দল। স্বাভাবিকভাবেই এবার ব্রোঞ্জ পাওয়াটা সোনার সমতুল্য। অলিম্পিক হকির ইতিহাসে এখনও পর্যন্ত সফলতম দল ভারত। এবারের ব্রোঞ্জ সহ আটটি সোনা সহ ১১ পদকটি পদক রয়েছে ভারতের। পুরুষদের পাশাপাশি এবার ভারতীয় মহিলা দলও এই প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরী করেছে। যদিও তারা কোনো পদক পায়নি। সেমিফাইনালে হারের পর পুরুষ দলের মতোই তারাও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেমেছিল কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেও খালি হাতেই ফিরতে হল তাঁদের। ২০১৬ রিও অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রিটেনের কাছে ৩-৪ গোলে ভারতীয় মহিলা হকি দল হেরে গেলেও এই প্রথম গুরজিত কৌর ও বন্দনা কাটারিয়ারা যা পারফরমেন্স দেখালেন তা আগামী দিনে মেয়েদের হকি খেলায় অনুপ্রেরণা দেবে বলেই মনে করছেন ক্রীড়ামহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here