ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অবশেষে কোপা আমেরিকা কাপ হাতে তুলে নিলেন লিওনেল মেসি। এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয়ের অংশিদার হলেন মেসি। ১৯৯৩ সালের পর অর্থাৎ ২৮ বছর পর কোপা খেতাব জিতল আর্জেন্টিনা আর মেসির নেতৃত্বে এই প্রথমবার কোপা আমেরিকার খেতাব এল আর্জেন্টিনায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ডি মারিয়ার একমাত্র গোলে হারিয়ে দিল মেসির দল। আর্জেন্তিনা প্রথমার্ধেই অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া নেমারের ব্রাজিল শুরু থেকেই আক্রমণের পথে গেলেও তারা আর গোল শোধ করতে পারেনি। খেলার শেষে মেসিকে নিয়ে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে, গতবারের কোপা খেতাব জয়ী ব্রাজিলের নেমার তখন হতাশায় ভেঙে পরেন। কিন্তু, আনন্দের মাঝেও মেসি এগিয়ে আসে নেমারকে জড়িয়ে ধরে তাঁকে স্বান্তনা জানান। এই দৃশ্য দেখে মারাকানা স্টেডিয়ামের দর্শকরাও আবেগপ্রবন হয়ে ওঠে। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা মিলিয়ে মোট ১৫ বার খেতাব জিতল আর্জেন্তিনা। তারা ছুঁয়ে ফেলল উরুগুয়েকে। আপাতত সবথেকে বেশি ১৫ বার করে কোপা জয়ের রেকর্ড যুগ্মভাবে রইল উরুগুয়ে ও আর্জেন্তিনার নামে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...