করোনায় স্থগিত উচ্চ মাধ্যমিকসহ সব পরীক্ষা,বন্ধ হল রেস্টুরেন্ট-বার-নাইট ক্লাবও

0
884

ডেটলাইন কলকাতাঃ এই প্রথম উচ্চ পরীক্ষার মতো এক গুরুত্বপূর্ণ পরীক্ষা মাঝ পথে স্থগিত করে দেওয়া হল। কারন সেই করোনা। জানা গেছে,এই মূহূর্তে ভারতেকরোনা ভাইরাস স্টেজ ২-এ রয়েছে। কিন্তু তা নিয়ন্ত্রন করতে না পারলে খুব দ্রুত তা  স্টেজ ৩-তে পৌঁছে যাবে,যা নিয়ন্ত্রন করা ভারতের মতো দেশে দারুনভাবেই কঠিন হয়ে উঠবে। সে কারনেই সব ধরনের প্রতিরোধ ব্যবস্থার উপর জোর দিয়েছে সরকার। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে সরকার। এবার তিনটি পরীক্ষা বাকি থাকতেই স্থগিত করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সিবিএসই, আইসিএসই ও আইএসসির পর এবার স্থগিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা বাতিল রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, ২৩, ২৫ ও ২৭ মার্চ- মোট তিনটি পরীক্ষা বাকি ছিল। ১৫ এপ্রিলের পর নতুন করে সূচি বানিয়ে পরীক্ষা নেওয়া হবে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিল হতে চলেছে। বাতিল করা হয়েছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও। ইউজিসি তথা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনও  বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক আগেই রাজ্য সরকারের তরফে যে কোন ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে সব ধরনের অনুষ্ঠান ও উৎসব, মেলা এমনকি সিনেমা হল, শপিং মলও। এবার রাজ্যের সমস্ত রেস্তরাঁ,  হুক্কা বার ও নাইট ক্লাবগুলিও আজ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্তঘোষণা করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here