আজ দুর্গাপুরে এনআরসি বিরোধী পদযাত্রায় মুখ্যমন্ত্রী

0
856

ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফর সূচীর একটু পরিবর্তন হয়েছে। আগের সূচীতে বুধবারই দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক সভা করার কথা  ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আজ বুধবার বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠকসেরে  মুখ্যমন্ত্রী মমতা  বন্দোপাধ্যায় দুপুর ২টো নাগাদক প্টারে চড়ে সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনে নামছেন বলে  জানা গেছে। তারপর সড়ক পথে আসবেন ভিড়িঙ্গি মোড়ে। সেখানে একটি অস্থায়ী মঞ্চে  তিনি ভাষন দেওয়ার পর সিএএ, এনআরসি, এনপিআর  বিরোধী এক পদযাত্রায় সামিল হবেন। সেই  পদযাত্রা ভিড়িঙ্গি থেকে প্রান্তিকা পর্যন্ত হবে বলে জানা গেছে। আর সৃজনীতে প্রশাসনিক  বৈঠক করবেন  আগামীকাল। রাতে দুর্গাপুরের ডিপিএলের  অতিথি ভবনে থাকবেন। গতকালই সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন সহ  কমিশনারেটের পদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর  নিরাপত্তা নিশ্চিত করতে নাচন রোড পরিদর্শন করেন। পাশাপাশি  সৃজনী সভাগৃহ,  ভগৎ সিং  স্টেডিয়াম সহ শহরের  বিভিন্ন এলাকার নিরাপত্তা  ব্যবস্থা খতিয়েদেখেন।জেলা তৃণমূল সভাপতি  জীতেন্দ্র তেওয়ারীজানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় জেলার সব প্রথমসারির নেতা উপস্থিত থাকবেন এবং প্রায় ৩০ হাজারকর্মীও অংশ নেবেন এখানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here