ডেটলাইন কলকাতাঃ ২০২০ পড়ার সঙ্গে সঙ্গেই এ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধী শিবিরও নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে। লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জিতে এবার আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে। তবে এর মধ্যে নাগরিকত্ব আইননিয়ে কিছুটা হলেও যে বিজেপি ব্যাকফুটে তা বোঝাগেছে এরাজ্যের গত তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে। এদিকে, বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণাহতে চলেছে। কে সভাপতি হবেন তা নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা চলছে। জানা গেছে, আগামী ১৭ জানুয়ায়ারীর মধ্যেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা হবে। এ নিয়ে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি। বিধানসভা ভোটের আগেই বাংলা জয়ের লক্ষ্যে শাহ নিজের সাংগঠনিক টিম সাজিয়ে নিতে চাইছেন বলে খবর। যে টিম কাজ করবেকর্পোরেট মডেলে। রাজ্য বিজেপিতে ইতিমধ্যেই বুথথেকে জেলাস্তর পর্যন্ত সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষহয়েছে। এবার নতুন করে রাজ্য কমিটি গঠন করা হবে। নবগঠিত ওই রাজ্য কমিটিতে কারা জায়গা পেতেচলেছেন, সেটা নিয়েই গেরুয়া শিবিরে এখন আগ্রহতুঙ্গে। আগে অবশ্য রাজ্য সভাপতির নাম ঘোষণা হতেচলেছে। দলের এক সূত্রে অবশ্য জানা যাচ্ছে দিলীপঘোষকেই পুনরায় রাজ্য সভাপতির আসনে রাখা হবে।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














