ডেটলাইন ওয়েব ডেস্কঃ একই দিনে উত্তরাখন্ডের দুটি পৃথক পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথম ঘটনা হল তেহরি গাড়োয়াল এলাকায় এদিন সকালে ১৮ জন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করেনিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে, একইদিনে উত্তরাখণ্ডের চামোলির কাছে বদ্রীনাথ সড়ক একটি যাত্রীবাহী বাসের উপর আচমকা পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লেঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।একইদিনে ঘটে যাওয়া জোড়া দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...