ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ প্রত্যাশামতোই মেলবোর্ন টেস্ট জিতল ভারত। ১৩৭ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল কোহলি বাহিনী। সেই সঙ্গে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এবার সিডনিতে শেষ টেস্ট জিতলে বা ড্র করলেও বর্ডার-গাভাসকর ট্রফি উঠবে ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতেই। আজ শেষ দিনে ভারতের জয়ের আশাকে বেশ কিছুক্ষন দীর্ঘ করে রেখেছিলেন নাথান লিঁয় ও প্যাট কামিন্স। লিঁয় ৫০ বল খেলে ৭ রান করলেন। আর কামিন্সকে ৬৩ রানে প্যাভিলিয়নে ফেরালেন বুমরা। জাদেজা, বুমরা দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট পেলেন। সামি ও ইশান্ত পেলেন ২টি করে উইকেট। ম্যাচে ৯টি উইকেট নিয়ে সেরা নির্বাচিত হন বুমরা। এই টেস্টে জয়ের ফলে ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে জয়ের দিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন বিরাট কোহলি। দু’জনেই বিদেশের মাটিতে ১১টি টেস্ট জিতেছেন। এই জয়ের ঘটনা আরও এক ইতিহাসও স্পর্শ করল। ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালে। কপিলদেব, গুন্ডাপ্পা বিশ্বনাথদের নিয়ে সুনীল গাভাসকারের অধিনায়কত্বে ভারত ৫৯ রানে হারিয়েছিল গ্রেগ চ্যাপেল, রডনি মার্শ, ডেনিস লিলি সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে। তার ৩৭ বছর পর ফের মেলবোর্ন টেস্ট জিতে ইতিহাসকে ছুঁলো কোহলির ভারত। এরই পাশাপাশি টেস্ট ক্রিকেটে ১৫০ তম টেস্ট জয়ের ক্ষেত্রে ভারত আপাতত ক্রিকেট বিশ্বে পঞ্চম দেশ। ভারত ছাড়া এই নজির রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...