ডেটলাইন কলকাতাঃ বছর শেষ হওয়ার আগেই বাংলায় আরও এক নক্ষত্রপতন। এবার প্রয়াত হলেন কিংবদন্তী চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর একমাত্র পুত্র কুনাল সেন শিকাগোতে থাকেন। তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। ভারতীয় সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফলকে, পদ্মভূষণ সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। ১৯৫৫ সালে ‘রাত ভোর’ ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল সেন। তাঁর পরের ছবি ছিল‘নীল আকাশের নীচে’। এরপর তাঁর ছবি ‘বাইশে শ্রাবণ’-ই তাঁকে আন্তর্জাতিক পরিচিতি দেয় এবং ১৯৬৯ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’ ছবি তাঁকে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি দেয়। মৃণাল সেল পরিচালিত বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে মৃগয়া, আকালের সন্ধানে, কলকাতা ৭১, খণ্ডহর, ওকা অরি কথা, একদিন প্রতিদিন প্রভৃতি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা তথা দেশের চলচ্চিত্র জগতে। মৃণাল সেনের প্রয়াণে শোক জ্ঞাপন টলিউড ও বলিউডের বিভিন্ন তারকারা। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় বলেথছেন, ‘বাংলা চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।’ টুইট করে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেছেন,এই মৃত্যু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি সিনেমা জগতের খুব বড় ক্ষতি।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...