মানুষ খেতে না পেয়ে বাংলায় মারা গেছে তা বিশ্বাস করি নাঃ মমতা

0
836

ডেটলাইন ঝাড়গ্রামঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর ফের জেলা সফরে বের হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভার নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই তাঁর এই জেলা সফর বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ, সোমবার থেকে পাঁচদিনের দক্ষিণবঙ্গ সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিন আজ তিনি জঙ্গলমহলের ঝাড়গ্রামে সভা এবং প্রশাসনিক বৈঠক করেন। সপ্তাহ কয়েক আগেই রাজ্য সরগরম হয়েছিল লালগড়ে সাত জন শবরের মৃত্যুর ঘটনায়। খেতে না পেয়েই তাদের এই চরম পরিণতি। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা পৌছায়নি বলে অভিযোগ ছিল। সেই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে বিরোধীদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের তোলা অনাহার তত্ত্বকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘মানুষ খেতে না পেয়ে বাংলায় মারা গেছে তা বিশ্বাস করি না।’ সভায় মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, “জঙ্গলমহলে ২৫ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। আরও ১৫ লক্ষ বাড়ি তৈরি হবে। জঙ্গলমহলের ছেলেমেয়েরা যাতে আরও চাকরি পায়, সেদিকে দেখব।” তিনি বলেন, “ঝাড়গ্রামে প্রত্যেকে ২ টাকা কিলো দরে চাল পান।  জনপ্রতি মাসে ৮ কিলো চাল ও তিন কিলো গম দেওয়া হয়। বিনা পয়সায় চিকিত্সা, বই-খাতা পান। শুনেছি অনেকের এত পরিমাণ চাল লাগে না। তাঁরা আবার বিক্রিও করে দেন’। আজ ঝাড়গ্রামের এই সভা দিয়েই মুখ্যমন্ত্রী ৫ দিনের দক্ষিণবঙ্গ সফর শুরু করলেন। মঙ্গলবার তিনি যাচ্ছেন পুরুলিয়া। ঐ দিন দুপুরে জেলার প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে রিভিউ বৈঠক করবেন। বিকেলে হিন্দিভাষী সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর বুধবার তিনি যাবেন বাঁকুড়া জেলা সফরে। ঐ দিন শালতোড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। পরের দিন বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জামুড়িয়ায় প্রকাশ্য জনসভা সেরে দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক সভায় যোগ দেবেন এবং শুক্রবার মুখ্যমন্ত্রী পৌঁছবেন কালনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here