ডেটলাইন দুর্গাপুরঃ সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে মোটেই ভালো ফল করতে পারেনি বিরাটের ভারত। আগামী বছর সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই পরিস্থিতিতে ভারত কেমন ফল করবে? সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে জংশন মলে প্রখ্যাত একটি জুয়েলারী সংস্থার আমন্ত্রনে এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেখানে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দৃঢ়তার সঙ্গেই বললেন,আমি আশা করি ২০১৯-এ ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুন ফল করবে। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গেই জানালেন, ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার পেসার মহম্মদ শামির জায়গা হবে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ প্রসঙ্গে সৌরভের প্রতিক্রিয়া হল,সাম্প্রতিক কালে জাতীয় দল দারুন খেলছে। এশিয়া কাপের একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তান এর সাথে ম্যাচ টাই হওয়ার কারন হিসেবে তার জবাব – ঐ ম্যাচে দলের প্রথম সারির ৫ জন ক্রিকেটারের না খেলা। ঘরের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মাকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,রোহিত দারুন খেলোয়াড়। ও আবার দলে ফিরে আসবেই। অন্যদিকে আইএসএলে তার দলের সাম্প্রতিক খারাপ পারফরমেন্স নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান,৫ বারের মধ্যে এটিকে দুবার চ্যাম্পিয়ন ও একবারের সেমি ফাইনালিস্ট। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। সামনের ম্যাচগুলি এটিকে ভালো খেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...