ডেটলাইন বীরভূমঃ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বীরভূমের নলহাটির একটি স্কুলে। স্কুলের এক ছাত্রীর অভিযোগ,প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল বেশ কিছু দিন ধরেই ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করছেন। ঘটনার কথা এক ছাত্রী বাড়িতে জানাতেই সেই পরিবারের সঙ্গে অন্যান্য অভিভাবকরাও আজ নলহাটির এ কে হাই স্কুলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হন। তাকে একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়। স্কুলে চরম উত্তেজনা সৃষ্টি হলে ছুটে আসে পুলিশ। জনরোষ থেকে পুলিশ শিক্ষককে উদ্ধার করতে গেলে ছাত্রীরা বাধা দেয়। ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রীরা স্কুলে ভাঙচুরও চালায়। বহু কষ্টে তালা ভেঙে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছাত্রী ও তাদের অভিভাবকদের দাবি ঐ শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই।