ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলি নয়,রোহিত শর্মার নেতৃত্বে বুধবার দুবাইতে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টেনশনের ম্যাচে খেলতে নামছে ভারত। হ্যাঁ,ভারত-পাক ম্যাচ মানেই টেনশন,আবেগ ও উত্তেজনা। প্রায় এক বছর পর আবারও ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। বলা বাহুল্য,শুধু ভারত ও পাকিস্থানের ক্রিকেটপ্রেমীরাই নয়,এই দুই দেশের লড়াই দেখতে গোটা ক্রিকেটদুনিয়াই অপেক্ষা করে থাকে। বুধবার এশিয়া কাপে খেলতে নামার আগে শেষবার ২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ৷ সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল পাকিস্থান। ফাইনালে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছিল পাকিস্তান৷ সেঞ্চুরী করেছিলেন ওপেনার ফাকহার জামান। ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৫৮ রানে৷ ভারতকে ১৮০ রান হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান৷ তাই এবারের এশিয়া কাপে ভারতের বদলা নেওয়ার পালা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...