ডেটলাইন জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুলিশের এবার নতুন উদ্যোগ৷ হেলমেট খুলুন, পেট্রল ভরুন৷ শীঘ্রই লাগু হচ্ছে নিয়ম। তবে এই উদ্যোগে ছাড় মিলবে হাফ হেলমেট আরোহীদের। এতদিন বাইক আরোহীদের নিরাপত্তার কথা চিন্তা করে পেট্রল পাম্পের গায়ে লেখা থাকত ‘নো হেলমেট নো পেট্রল’। এখন থেকে পেট্রল পেতে হলে হেলমেট তো লাগবেই৷ নতুন সংযোজন, মুখ ঢাকা হেলমেট হলে হেলমেট খুলে মুখ দেখাতে হবে সিসিটিভি ক্যামেরায়। পুলিশের এই নতুন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন এবং ব্যাংক প্রতিনিধিরা। ইতিমধ্যেই পেট্রল পাম্প মালিক, স্বর্ণ ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠন এবং ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে বৈঠক হয়৷ সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভির ছবিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন তারা। কারণ ছবি দেখে দ্রুত অপরাধীকে চিনে নেওয়া যায়।পেট্রল পাম্পে পেট্রল পেতে হলে হেলমেট তো লাগবেই এবং হেলমেট খুলে মুখ দেখাতে হবে সিসিটিভি ক্যামেরায়।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, শহরাঞ্চলে ক্রাইম, বিশেষ করে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে কী কী করনীয় সেই সম্পর্কে আলোচনা হয় ওই বৈঠকে। দ্রুত অপরাধীকে চিহ্নিত করার জন্য সিসিটিভি একটা বড় ভূমিকা পালন করতে পারে।














