ডেটলাইন কলকাতাঃ শুক্রবার থেকেই শিয়ালদহ মেন শাখার সোদপুর স্টেশনে অশান্তি শুরু হয়। প্রথমত বিদ্যুৎ বিপর্যয়। তার উপর সিগন্যালিংয়ের কারণে বাতিল হয় একাধিক ট্রেন। সেই সঙ্গে আজ ভুল ঘোষণার জেরে বিভ্রান্তি ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘোষণায় বলা হয় গ্যালপিং রাণাঘাট লোকাল সোদপুরে দাঁড়াবে। কিন্তু ট্রেন আসতে দেরি করে এবং সোদপুরে না থেমেই চলে যায়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্টেশনে অপেক্ষমান যাত্রীরা। শুরু হয় বিক্ষোভ। সব মিলিয়ে ক্ষুব্ধ যাত্রীরা শুরু করে ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ। এসব কারণেই শনিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে সোদপুর স্টেশন। কার্যত বিপর্যস্ত হয়ে যায় শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। সোদপুর স্টেশনে তাণ্ডব চালান নিত্যযাত্রীরা। স্টেশন মাস্টারের ঘরে ভাঙচুরও চালান হয়। এমনকি ভেন্ডার কামরায় ঝুড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য রণক্ষেত্রের চেহারা নেয় সোদপুর স্টেশন চত্তর। দীর্ঘক্ষন পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে, ঘটনার পরই রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সিগন্যালিংয়ের কাজ না মেটা পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত মেন লাইনে সমস্ত গ্যালপিং ট্রেন সব স্টেশনে দাঁড়াবে। একই সঙ্গে ভুল ঘোষণার জন্য স্টেশন মাস্টারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...