কোপা জিতল মেসির আর্জেন্টিনা

0
1651

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অবশেষে কোপা আমেরিকা কাপ হাতে তুলে নিলেন লিওনেল মেসি। এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয়ের অংশিদার হলেন মেসি। ১৯৯৩ সালের পর অর্থাৎ ২৮ বছর পর কোপা খেতাব জিতল আর্জেন্টিনা আর মেসির নেতৃত্বে এই প্রথমবার কোপা আমেরিকার খেতাব এল আর্জেন্টিনায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ডি মারিয়ার একমাত্র গোলে হারিয়ে দিল মেসির দল। আর্জেন্তিনা প্রথমার্ধেই অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া নেমারের ব্রাজিল শুরু থেকেই আক্রমণের পথে গেলেও তারা আর গোল শোধ করতে পারেনি। খেলার শেষে মেসিকে নিয়ে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে, গতবারের কোপা খেতাব জয়ী ব্রাজিলের নেমার তখন হতাশায় ভেঙে পরেন। কিন্তু, আনন্দের মাঝেও মেসি এগিয়ে আসে নেমারকে জড়িয়ে ধরে তাঁকে স্বান্তনা জানান। এই দৃশ্য দেখে মারাকানা স্টেডিয়ামের দর্শকরাও আবেগপ্রবন হয়ে ওঠে। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা মিলিয়ে মোট ১৫ বার খেতাব জিতল আর্জেন্তিনা। তারা ছুঁয়ে ফেলল উরুগুয়েকে। আপাতত সবথেকে বেশি ১৫ বার করে কোপা জয়ের রেকর্ড যুগ্মভাবে রইল উরুগুয়ে ও আর্জেন্তিনার নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here