ডেটলাইন কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা – আজ রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। ৫০ কিমি বেগে ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান ও দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের জন্যও এই সতর্কতা রয়েছে ৷ মূলত চৈত্র-বৈশাখ মাসের সন্ধেবেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে দেখা গেলেও বিগত কয়েক দিন ধরেই কলকাতাসহ রাজ্যের বেশ কিছু এলাকায়
কালবৈশাখীর দাপট দেখা যাচ্ছে। প্রসঙ্গত গতকালই ওপার বাংলায় কালবৈশাখীর তান্ডবে বিপর্যস্ত হয়েছে ঢাকার বিস্তীর্ণ এলাকা। ঝড়, শিলাবৃষ্টির দাপটে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নেপালেও বিধ্বংসী ঝড় বৃষ্টিতে ৩৫ জনের বেশী মানুষ মারা গেছে বলে জানা গেছে।