ডেটলাইন কলকাতাঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর কটা দিন নির্বিঘ্নেই কেটেছে। গতকাল কালীপুজোর দিনও আবহাওয়া পরিস্কারই ছিল। কিন্তু দেওয়ালীর সকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। সেই সঙ্গে নিম্নচাপের জেরে সকাল থেকে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিও হয়। দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ যার জেরে উত্তর উড়িষ্যা থেকে বজ্রগর্ভ মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গে। তার জেরে আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পূর্বাভাস ছিল এবং সেই মতোই এদিন সকাল থেকেই আকাশের মুখভার দেখা যায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ মেঘলা থাকবে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া–সহ কয়েকটি জেলায়। তবে কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস৷
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...