আইসিসির বর্ষ সেরার তিন পুরস্কারই পেলেন বিরাট

0
1065

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আইসিসির ইতিহাসে কোহলিই প্রথম ক্রিকেটার যাঁর হাতে একই বছরে তিনটি সেরার পুরস্কার উঠল। মঙ্গলবার আইসিসি’র বর্ষসেরা ২০১৮ পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ সেই সঙ্গে বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে’ ক্রিকেটারও হয়েছেন কোহলি৷ এছাড়াও আইসিসি’র বর্ষসেরা টেস্ট ও বর্ষ সেরা ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট। এই নিয়ে টানা দু’বছর ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ জিতলেন ভারত অধিনায়ক। ২০১৮-তে ১৩টি টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ‌ ১৩২২ রান করেছিলেন বিরাট কোহলি। এবং ১৪টি একদিনের ম্যাচে ছ’টি সেঞ্চুরি করেছেন। রান ১২০২। গড় ১৩৩.৫৫। ১০টি টি-২০ খেলে বিরাট করেছেন ২১১ রান।

বিরাট কোহলির অসাধারন এই সম্মানের পাশাপাশি ২০১৮-র উঠতি ক্রিকেট তারকাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে সেরা নির্বাচিত হয়েছেন ভারতের ঋষভ পন্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here