শততম টেষ্টে বিরাট কোহলিকে বিশেষ সম্মান ভারতীয় বোর্ডের

0
830

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ যে কোনো ক্রিকেটারের জীবনে শততম টেষ্ট খেলা অবশ্যই এক স্বপ্ন। ভারতের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট কোহলির সেই স্বপ্ন পূরণ হল। মোহালিতে ভারত-শ্রীলঙ্কার চেষ্ট ম্যাচের আগে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিরাটকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছিল। বিরাটের একশোতম টেস্ট স্মরণীয় করে রাখল বোর্ড। মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে রাখতে প্রাক্তন নেতাকে বিশেষ টুপি উপহার দেওয়া হয়। ফ্রেমবন্দি টুপি বিরাটের হাতে তুলে দেন রাহুল দ্রাবিড়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও। ছিলেন বোর্ড সচিব জয় শাহ। আপ্লুত কোহলি বলেন, ‘আমার জীবনের বিশেষ মুহূর্ত। ছোটবেলার নায়কদের হাত থেকে কেরিয়ারের একশোতম টেস্টের উপহার পাওয়া খুবই স্পেশাল। আমার স্ত্রী এবং ভাই এখানে উপস্থিত আছে। ওরা সবাই আমাকে নিয়ে গর্বিত। তবে এই মাইলস্টোন ছোঁয়ার জন্য আমার দলের সদস্যদের ধন্যবাদ দিতে চাই। ক্রিকেট দলগত খেলা। সবার সহযোগিতা না পেলে এটা সম্ভব হত না। বোর্ডকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’ টেস্টের শুরুতে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত না থাকলেও ম্যাচ চলাকালীনই কোনও একদিন তিনি মোহালিতে থাকতে পারেন বলে জানা গেছে। শততম টেষ্টে বিরাটের কাছ থেকে একটা বড় ইনিংস আশা করেছিলেন ভক্তরা। তবে সেই আশা পূরণ হয়নি। ৪৫ রানেই থামতে হয়েছে কোহলিকে। সেঞ্চুরি করতে না পারলেও কোহলি এদিন নজির গড়লেন। আট হাজার ক্লাবের সদস্য হয়ে গেলেন তিনি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের বল গড়ানোর আগে আট হাজার রান থেকে ৩৮ রান দূরে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন আট হাজার ক্লাবের সদস্য হওয়ায় শচীন তেণ্ডুলকর,রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণের মতো ভারতীয় ক্রিকেট কিংবদন্তীদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here