জঙ্গল মহলে একদিনেই হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

0
979

ডেটলাইন বাঁকুড়াঃ রাজ্যে শিল্পায়নের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই তিনি বিদেশ সফরও করছেন। অবশেষে তাঁর সেই উদ্যোগের কিছুটা হলেও সুফল পেতে চলেছে জঙ্গল মহল। শুক্রবার জঙ্গলমহলের চার জেলা বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের শিল্পপতিদের নিয়ে বাঁকুড়ার রবীন্দ্রভবনে শিল্প সম্মেলন সিনার্জি জঙ্গলমহল অনুষ্ঠিত হয়।

সেখানেই শিল্পপতিদের তরফে বিশাল পরিমান বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। চার জেলার শিল্পে একদিনেই হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেল এই সম্মেলনে। এই বিনিয়োগ করা হবে ক্ষুদ্র,মাঝারি ও কুটিরশিল্পে। এই সম্মেলনে শিল্পপতিদের তরফে চার জেলায় মোট এক হাজার ৩৬ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে । সব থেকে বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে পুরুলিয়ায় ৬৭০ কোটি,  তারপর বাঁকুড়াতে ২৮৯ কোটি, পশ্চিম মেদিনীপুরে ৬৭ কোটি ও ঝাড়গ্রাম জেলাতে ৯ কোটি টাকা। ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের দাবি এই বিনিয়োগ বাস্তবায়িত হলে কয়েক হাজার কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে জঙ্গল মহল এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here