ডেটলাইন নিউজ ডেস্কঃ দেশের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে এশিয়ান গেমসে হেপটাথলনের মতো কঠিন ইভেন্টে সোনা জিতেছেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন। তারপর থেকেই দেশের সমস্ত মহল থেকে তাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেওয়া চলছে। সরকারের পক্ষ থেকেও তাকে আর্থিক পুরস্কার ও চাকরীসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নাকে ১০ লক্ষ টাকা এবং একটি সরকারী চাকরী দেওয়ার কথা ঘোষনা করেছেন। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও স্বপ্নাকে ৩০ লক্ষ টাকা এবং একটি চাকরী দেওয়ার কথা জানানো হল। আজ কালিয়াগঞ্জে স্বপ্না বর্মণের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। তিনি দীর্ঘক্ষন স্বপ্নার মা ও পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান,ভবিষ্যতে অলিম্পিকের জন্য স্বপ্নার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। ৪ সেপ্টেম্বর দিল্লিতে স্বপ্নার হাতে ৩০ লাখ টাকা তুলে দেওয়া হবে। পরে মিডিয়ার সামনে তিনি বলেন, স্বপ্নাসহ এশিয়াডে যারা মেডেল পেয়েছে ৪ সেপ্টেম্বর ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর তাদের সঙ্গে দিল্লিতে দেখা করবেন। সেখানে সবাইকেই পুরস্কার দেওয়া হবে।
এদিকে এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এদিন আরও ২টি সোনার পদক এসেছে। বক্সিংয়ের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন অমিত পাংঘাল। অন্যদিকে, ব্রিজে সোনা জেতেন প্রণব বর্ধন ও শিবনাথ সরকার।