ডেটলাইন কলকাতাঃ গতকালই হুগলি রিভার ব্রিজ কমিশনের (এইচআরবিসি) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। আর আজ ইস্তফা দিলেন মন্ত্রীত্ব পদে। ফলে তাঁর দল ছাড়ার সম্ভাবনা ক্রমশ বেড়েই গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ইস্তফার কথা জানিয়ে দেন শুভেন্দু। চিঠিতে তিনি লিখেছেন, ‘রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। একই সঙ্গে চিঠির একটি প্রতিলিপি তিনি পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কেও। রাজ্যপালও শুভেন্দুর পদত্যাগপত্র পেয়েছেন বলে টুইটারে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত,গতকাল হুগলি রিভার ব্রিজ কমিশনের (এইচআরবিসি) চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু ইস্তফা দেওয়ার পরই সেই পদে বসানো হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্ভবত শুভেন্দুর বিষয়ে আর বেশি গুরুত্ব দিতে নারাজ। বিগত সময়ে দেখা গেছে বিভিন্ন জনসভায় বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন শুভেন্দু। নিজের বক্তব্যের মধ্যেই তৃণমূলের একাধিক নেতার সম্পর্কে তিনি সমালোচনাও করেছেন। তাতে দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়েছেন। সমস্যা মেটাতে তৃণমূলের সাংগঠনিক পরামর্শদাতা প্রশান্ত কুমার একবার অধিকারী পরিবারের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি দলের প্রবীন সাংসদ সৌগত রায়ও বাড়ি গিয়ে শুভেন্দুর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেছেন। কিন্তু তাতে যে কোন রফাসূত্র মেলেনি এদিন শুভেন্দুর মন্ত্রীত্ব পদ ছেড়ে দেওয়ার ঘটনাতেই তার প্রমান মিলেছে। এবার কী তাহলে তৃণমূল ছাড়ার পথে শুভেন্দু? এদিন মন্ত্রীত্ব ছাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা এবং পাইলট কারও ছেড়ে দিয়েছেন তিনি। জানা গেছে, আগামীকাল শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু। ফলে তাঁর তৃণমূল কংগ্রেস ছাড়া এবং বিজেপি-যোগ নিয়ে জল্পনা আরও বেড়ে গেল।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...