ডেটলাইন নিউজ ডেস্কঃ একটানা তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় ক্রমশই বেড়ে চলেছে তাপপ্রবাহের মাত্রা। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। কোথাও তা ৪২ ডিগ্রিও ছুঁয়েছে। যার জেরে ২ জনের প্রাণ গেল ২ জেলায়। গরমে মৃত্যুর খবর এসেছে বাঁকুড়া ও হাওড়া থেকে। প্রথম জন শ্রমিক, অন্যজন লরি চালক। গত কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ঘোরাফেরা করছে। আজ বাঁকুড়ার তালডাংরার ভেদুয়া গ্রামে ১০০ দিনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারাপদ মাঝি নামে এক শ্রমিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিসের প্রাথমিক অনুমান গরমে শরীরে জলের মাত্রা কমে যাওয়ায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তাপপ্রবাহে মৃত্যুর দ্বিতীয় ঘটনাটি হাওড়ায়। সেখানে মৃত্যু হয়েছে কানাইদেও সিং নামে এক লরিচালকের। উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির ছাদে তার মৃতদেহ পাওয়া যায়। অনুমান,মাল বাঁধতে লরির ছাদে উঠে তীব্র গরমেই তাঁর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এবার সরকারি স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়াল রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুলগুলি খুলে গেলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি নগন্য। তাই নতুন করে ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত গরমের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। সরকারি স্কুলগুলির সঙ্গে বেসরকারি স্কুলগুলিতেও ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই।এই অবস্থায় চিকিত্সকদের পরামর্শ হল,হিটস্ট্রোকের হাত থেকে বাঁচতে হালকা রঙের জামাকাপড় পরুন। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন। সেইসঙ্গে বেশি করে জল খেতে হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...