ডেটলাইন কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় আজ ২৮ ও আগামীকাল ২৯ মার্চ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ এই কর্মসূচিতে ১২ দফা দাবিতে বনধের ডাক দেওয়া হয়েছে। দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাঁদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যু সামনে রেখে আজ ও কাল টানা ৪৮ ঘণ্টার জন্য ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। সপ্তাহের প্রথম দুদিনই দেশজুড়ে ধর্মঘটের এই ডাক কিন্তু রাজ্য সরকার মেনে নেয়নি। ধর্মঘটের দিন অর্থাৎ ২৮ ও ২৯ মার্চ অফিস,আদালত,স্কুল,কলেজ খোলা রাখার নির্দেশ দিয়েছে। নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে,এই দু দিন কোনও সরকারি কর্মচারীর ছুটি মঞ্জুর করা হবে না। আর যদি কেউ ছুটি নেন তাহলে তাঁর একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাবে।