ডেটলাইন কলকাতাঃ রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে উন্নিত করা হবে। আর সে লক্ষ্যেই ৫ হাজার ২৫০ জন স্টাফ নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে মন্ত্রীসভার বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে মোট ১০ হাজার ৩৫৭টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবার মান উন্নয়নের জন্য প্রচুর সংখ্যক প্রশিক্ষিত নার্সের প্রয়োজন হবে। এজন্য বর্তমানে চাকুরিরত নার্সদেরও নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও যে ঘাটতি থাকবে তা পূরণ করতে নতুন নার্স নিয়োগের সিদ্ধান্ত। তিনি আরও বলেন,রাজ্যের সাড়ে ৯ কোটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার ফল মানুষ পাচ্ছেন। বিভিন্ন হাসপাতালে পরিষেবার মান বেড়েছে। মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। আগের সরকারের আমলে স্বাস্থ্যের ক্ষেত্রে সেভাবে নিয়োগ হয়নি বলেও তিনি উল্লেখ করেন।