ডেটলাইন কলকাতাঃ আজই কলকাতার একাধিক জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর আজই দমকলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। আজ নবান্নে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। এদিন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পার্সোনাল সেক্রেটারি গৌতম সান্যালকে ইস্তফাপত্র দেন তিনি। কলকাতার বুকে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার কোনও উত্তর দিতে পারেনি দমকলমন্ত্রী। তাছাড়া বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। জানা গেছে,নবান্নে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার মনোমালিন্য হয়। তাতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁর কলকাতার মেয়র পদ নিয়ে কোন সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না। নবান্ন থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীর কাছে এবিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুটি পদ থেকেই শোভনের পদত্যাগ করার আবেদন সরকার গ্রহণ করেছে। আপাতত ওই দুই দপ্তরের দায়িত্ব সামলাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...