ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রচণ্ড শীতে সবার ত্বক রুক্ষ হয়ে পরে। এই ত্বক রুক্ষতা দুর করার জন্য এখন ছেলেরা ও মেয়েদের থেকে পিছনে নেই, তারাও এখন নিজেদের ত্বকের যত্ন নেয়। শীতের থেকে নিজেদের ত্বককে রক্ষা করার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। তাই বিশেষ কিছু ঘরোয়া নিয়ম রইল আপনাদের জন্য……
১. শীতের শুরুতে প্রথমেই ভালো মশ্চারাইজার লাগানো উচিত। বা মশ্চারাইজার হিসেবে আমণ্ডঅয়েল লাগানো যাবে।
২. শীতকালে বাড়ি থেকে বেরনোর আগে সান্সক্রিম ব্যাবহার করা অবশ্যই দরকার।
৩. ত্বকের আদ্রতা বজায় রাখতে মাঝে মাঝে মুখে জল দেওয়া দরকার,এতে ত্বক শুষ্ক হবে না।
৪. শীতকালে গরম জল আরাম অনুভব হলেও কখনো মাথাই মুখে দেওয়া উচিত নই। এতে ত্বক শুষ্ক করে দেয় ও ত্বকের ফলিকল গুলকে নষ্ট করে দেয়।
৫. প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবশথাই মশ্চারাইজার লসেন ব্যাবহার করুন, এতে ত্বকের আদ্রতা বজাই থাকবে।