ডেটলাইন কলকাতাঃ এরাজ্যের সমস্ত বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে। এদিন মুকুল রায়,কৈলাশ বিজয়বর্গীয়,রবিশঙ্কর প্রসাদসহ বিজেপি নেতারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবিসনদ পেশ করে এই দাবি করেছেন। রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেছেন,গত পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে ১০০ জনের বেশি মানুষ হিংসার বলি হয়েছেন। গণনার টেবিলে পর্যন্ত ছাপ্পাভোট দেওয়া হয়েছে। বিরোধী দলগুলির জয়ী প্রার্থীরা রাজ্যে ঢুকতে পারছেন না। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সভাপতি অমিত শাহের কপ্টার অবতরণের অনুমতি পাওয়া যায়না। এই পরিস্থিতিতেই রাজ্যের সব বুথকেই তারা স্পর্শকাতর ঘোষণা করার দাবি করেছেন। অন্যদিকে বিজেপির এই দাবির কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে নিজের বাড়িতে দলের ৪২ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি বাংলার মানুষকে অপমান করছে। বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। বিজেপি মিথ্যা কথা বলছে। স্পর্শকাতর বুথ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, বিজেপির সরকার থাকাকালীন রাজস্থানে ৯৮ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল কিভাবে? ক্ষুব্ধ মমতা আরও বলেন,বাংলার সব বুথকে কেন অতিস্পর্শকাতর ঘোষণা করা হবে? ওরা কী ভাবছে, আমাকে নিয়ন্ত্রণ করবে? অন্যদিকে জানা গেছে,কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে কোথাও কোনও সাংঘাতিক স্পর্শকাতর কেন্দ্র আছে কি না। থাকলে সেই কেন্দ্রের জন্য বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন পর্যবেক্ষক পাঠানো হবে। জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও সাংঘাতিক কেন্দ্র নেই। কমিশন সূত্রে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ চলছে। পুলিশ সুপাররা সেই এলাকার তালিকা দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠিয়ে দিচ্ছেন। সেই তালিকা মতো আগামী লোকসভা নির্বাচনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...