ডেটলাইন কলকাতাঃ ইউজিসির হারে বেতন কাঠামো চালু হোক, দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন অধ্যাপকরা। এনিয়ে আন্দোলন ও করেছেন তাঁরা। তাদেরদাবি ছিল, ২০১৬ থেকেই এই কাঠামো কার্যকর করা হোক। কিন্তু তার পরিবর্তে রাজ্য সরকার মাত্র ৩ শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় মোটেই খুশি হতে পারেননি অধ্যাপকরা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অধ্যাপক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে কলেজের আংশিক সময়ের অধ্যাপক ও চুক্তিবদ্ধ শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বেশি কিছু চাইবেন না। ধরে নিন এটা একটা ছোট উপহার। কেন্দ্রের সমান বেতন দাবি করছেন কেউ কেউ। কিন্তু তা পারব না। আমার যতটুকু সাধ্য,ততটুকুই করব। ইউজিসির নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন অধ্যাপকরা। আগামী বছর অর্থাৎ ২০২০ এর ১ জানুয়ারী থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এছাড়া ২০১৬-১৭,২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বর্ষে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি হবে।