তথ্য জানার অধিকার নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

0
1207

ডেটলাইন ওয়েব ডেস্কঃ তথ্য জানার অধিকার তথা আরটিআই নিয়ে দেশ জুড়ে চলছে তর্ক বিতর্ক। এর মাঝেই আজ দেশের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসও তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের আওতায় পড়বে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে। উল্লেখ্য,এক দশক আগে ২০১০ সালে দিল্লি হাই কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনে আনার আবেদন জানান চন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তি। তাঁর করা সেই আবেদনে ২০১০ সালে দিল্লি হাইকোর্ট সম্মতির রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ দিল্লি হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। তবে পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে এই রায় হয়নি। জানা যায়, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ,  বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্ত আরটিআইয়ের পক্ষে মত দেন। বিচারপতি রামান্না ও বিচারপতি চন্দ্রচূড় তাঁদের সঙ্গে একমত হননি। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার বিচারে প্রধান বিচারপতির দপ্তরকে তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত করার রায় দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। এই রায়ের ফলে এবার থেকে প্রধান বিচারপতির অফিস থেকে যে কোনও তথ্য প্রকাশ করার আগে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। তেমনই তথ্য জানার অধিকার আইন যে কখনোই প্রধান বিচারপতির অফিসের ওপর নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারবে না তাও জানানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা যাতে খণ্ডিত না হয়, সেদিকেও দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here