রোহিত ছাড়াই টেস্ট দল ঘোষনা ভারতের

0
803

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মাকে বাদ দিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ ও টেস্টের জন্য ভারতীয় দল ঘোষনা করা হল। তিন ম্যাচের একদিনের সিরিজের পর দুই টেস্টের সিরিজেও দলের সহ-অধিনায়ককে পাচ্ছে না টিম ইন্ডিয়া। কাফ মাসলে চোট পেয়ে কিউয়িদের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। সম্প্রতি ব্যাট হাতে দারুণ ফর্ম দেখিয়ে এসেছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খ্যাতির মর্যাদা রেখেছেন তিনি। কিন্তু তাল কাটল আচমকা চোটের জেরে। সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় কাফ মাসলে চোট পান ‘হিটম্যান’। রোহিতের জায়গায় বিরাটের ডেপুটি করা হয়েছে অজিঙ্কা রাহানেকে। শিখর ধাওয়ান না থাকায় রোহিতের অভিজ্ঞতা প্রয়োজন হতো টপ অর্ডারে। তাছাড়া বিরাটের ‘ডেপুটি’ হিসেবে মাঠে তাঁকে মূল্যবান পরামর্শও দিয়ে থাকেন রোহিত। তাই ওয়ান ডে এবং টেস্ট সিরিজে তাঁর না থাকাটা ভারতের পক্ষে কিছুটা হলেও দুর্ভাগ্যের বলেই মনে করছে ক্রিকেট মহল। রোহিতের জায়গায় শুভমান গিল ও মায়াঙ্ক আগরওয়ালের সামনে সুযোগ চলে আসে। তবে শেষ পর্যন্ত মায়াঙ্ককেই দলে নেওয়া হয়েছে। আজ নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের দল ঘোষণা করল ভারত। দলে রয়েছেন বিরাট কোহলি(অধিনায়ক),  ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমান গিল,  চেতেশ্বর পূজারা,অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার),  ঋষভ পন্থ (উইকেট কিপার),আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মহঃ সামি, নভদ্বীপ সাইনি এবং ইশান্ত শর্মা। সিরিজের দুটি টেস্ট খেলা হবে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here